শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

উন্নয়নের মাধ্যমে নাইক্ষ্যংছড়ির চেহারা পাল্টে যাবে -পার্বত্যমন্ত্রী

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ৬:০৯ পিএম

যে ক'দিন ক্ষমতায় আছি উন্নয়নের মাধ্যমে নাইক্ষ্যংছড়ির চেহারা পােিল্ট দেওয়া হবে। প্রতিদানের জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হবে প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়নের জোয়ার।
রোববার সন্ধ্যায় পাবত্যমন্ত্রীর বাসভবনে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের পূণর্গঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎকালে এসব কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় তিনি আরো বলেন, প্রেসক্লাবের সাংবাদিকরা একক কোন ব্যক্তি স্বার্থে নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। জনস্বার্থের এই কাজে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব উপদেষ্ঠা তসলিম ইকবাল চৌধুরী, পুণর্গঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ও পার্বত্য নিউজ.কম প্রতিনিধি আবুল বাশার নয়ন, সহ সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মুফিজুর রহমান, সাংবাদিক সানজিদা আক্তার রুনা, আবু শাহমা, ইফতেখার উল আবরার প্রমুখ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন