শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

এনবিআরের রাজস্ব ফাঁকি দেয়া প্রতিষ্ঠানের তালিকা তৈরির উদ্যোগ

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : মাঠপর্যায়ে রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে এমন প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে এনবিআরের সংশ্লিষ্ট কমিশনার ও গোয়েন্দা বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে রাজস্বের আওতায় আনার কৌশলও নির্ধারণ করতে বলা হয়েছে। এনবিআর সূত্র জানিয়েছে, শিগগিরই এ লক্ষ্যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংশ্লিষ্ট কমিশনারেটগুলো। আগামী ২৬ তারিখ এ লক্ষ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিভিন্ন আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদনকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে ব্যক্তি খাতেও কর ফাঁকির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, সামর্থ্য থাকা সত্তে¡ও অনেকে আয়করের আওতায় আসছেন না। এ ধরনের কর ফাঁকিবাজ প্রতিষ্ঠানের তালিকা তৈরির লক্ষ্যে এর আগেও একটি উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তবে এবার দেশব্যাপী সব কমিশনারেট ও গোয়েন্দা বিভাগকে এ নির্দেশ দেয়া হয়েছে। এনবিআরের নির্দেশনা অনাযায়ী, আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠপর্যায়ের অফিসগুলোর সঙ্গে সমন্বয় রেখে মাঠপর্যায়ে কর রাজস্বের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে একটি প্রতিবেদন প্রেরণ করতে বলা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ের সব রাজস্ব কর্মকর্তাদের পারফরম্যান্সের মূল্যায়ন ও মাসিক ভিত্তিতে প্রতিবেদন প্রেরণ, তথ্যপ্রযুক্তির ব্যবহারে আরো সক্রিয় হওয়া, আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের মহাপরিচালক বা কমিশনারদের মধ্যে মাসিক পর্যালোচনা সভার আয়োজন করার নির্দেশনাও দেয়া হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন