রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্পোরেট

আর্থিক খাতের ৯১ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত ২৩ কোম্পানির মধ্যে ২১টি বা ৯১ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আর বাকি ২টি বা ৯ শতাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের। কোম্পানিটির ১০ কোটি ৭০ লাখ টাকার ২৯ লাখ ৫৭ হাজার ৩৭৩টি শেয়ার হাতবদল হয়েছে। এরপরই একই খাতের প্রাইম ফাইন্যান্সের দর বেড়েছে ৬.৮০ শতাংশ। এদিন কোম্পানিটির ১২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের দর বেড়েছে ৫.৮০ টাকা। এদিন কোম্পানিটির ৯৭ লাখ ৪৩ হাজার টাকায় ১০ লাখ ৭১ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এদিন কোম্পানিটির মোট এক কোটি ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খাতভিত্তিক এই খাতের টাকার অঙ্কে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির ৩৮ লাখ ১৪ হাজার ৫৪৩টি শেয়ার মোট এক হাজার ৬২৩ হাওলায় লেনদেন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন