মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরণ

মুকুল চাকমা অপহরণ মামলা

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাঙ্গামাটি জেলা সংবাদদাতা ঃ সাবেক সেনা সার্জেন্ট মুকুল চাকমা অপহরণ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলায় রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাকে জেল হাজতে প্রেরণ করেছে রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-এর আদালত।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবির-এর আদালত এই নির্দেশ প্রদান করেন। এই ঘটনায় উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমার সাথে আরো তিনজনসহ মোট চারজনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
বড় ঋষি চাকমা এই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার হাজিরা দিতে আসলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ৩০ মে তারিখে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা বক্ষ্মা চাকমার বাড়ি হতে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল চাকমাকে তার বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় তার পরিবার বাদী হয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমা, প্রভাত চাকমা, ত্রীদিব চাকমা ও অজয় চাকমাসহ আরো বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন