রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নারী আইনজীবীদের সুরক্ষাসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০১ এএম

কোর্ট বারের আইনজীবীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত নারী আইনজীবীরা। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে ‘মাস্ক পরুন, নিজে সুরক্ষিত থাকুন অন্যকে সুরক্ষিত রাখুন’ শ্লোগান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

সাধারণ আইনজীবীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেত্রী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা ও অ্যাডভোকেট জেসমিন সুলতানা। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালে আমরা ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এ রকম পরিস্থিতিতে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নারী আইনজীবী নেত্রীরা বলেন, করোনাকালীন সময়ে গত বছর আমরা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অনেক সিনিয়র আইনজীবীদের হারিয়েছি। অনেক আইনজীবীর প্রয়াণ আমাদের ব্যথিত করে। করোনায় আমরা আর কাউকে হারাতে চাই না। সামনের দিনগুলোয় আমাদের আরও সতর্ক হয়ে চলতে হবে। মাস্ক পরে আদালতে আসতে হবে।

যদি এটা না করি তাহলে করোনায় আক্রাস্ত হওয়ার ঝুঁকি থাকবে। এ জন্য মাস্ক পরবেন, বাসায় মাস্ক রেখে আসবেন না। করোনা সুরক্ষা সামগ্রি বিতরণ শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করেন নারী আইনজীবীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন