রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জেসমিন ইসলামের জামিনের রুল শুনানি ৭ মার্চ

হলমার্ক কেলেঙ্কারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৩ এএম

জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার টাকা আত্নসাত মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে দেয়া হাইকোর্টের রুলের শুনানি ৭ জুলাই। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীরের ডিভিশন বেঞ্চ এ তারিখ ধার্য করেন। জেসমিন ইসলামের পক্ষে শুনানি করছেন সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুর্নীতি দমন কমিশন (দুদক)র পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি জানান, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ তাকে জামিন দেন। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করে। একই বছর ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এরপর তিনি আত্মসমর্পণ করেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন। আদালত সেই রুলের শুনানির তারিখ ধার্য করেছেন আগামি ৭জুলাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন