শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

স্বাস্থ্য উন্নয়নে সহায়তা নারী পোশাক শ্রমিকদের

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : রাজকীয় নেদারল্যান্ডস নারী পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়তা দিচ্ছে। এটি কর্মক্ষেত্রে শ্রমিকদের উপস্থিতি ঠিক রেখে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কারখানা মালিক ও শ্রমিক উভয়ের লাভ এবং জাতীয়ভাবে প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে। এ লক্ষ্যে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ওয়ার্কিং উইথ উইমেন প্রকল্পের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ওয়ার্কিং উইথ উইমেন প্রজেক্টের টিম লিডার ফারাহদিবা রাহাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্রান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার নাজনীন আকতার। সমিনারে বলা হয়, পোশাক কারখানার মহিলা শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ১ ডলার বিনিয়োগ করলে ৩ ডলার লাভ হয়। এতে মালিক শ্রমিক সবারই লাভ হয়। আয়োজকরা বলেন, তৈরি পোশাক খাত যেহেতু দেশের সর্বোচ্চ রফতানি খাত এবং অর্থনীতির মেরুদÐ তাই এই খাত সমৃদ্ধ করতে বর্তমানে গণমাধ্যম ইতিবাচক উদাহরণগুলো তুলে ধরতে পারে। ফলে যেসব কারখানা মালিক শ্রমিকদের কল্যাণে ভাল কাজ করছে তাদের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ হলে এতে অন্য কারখানা মালিকরা অনুপ্রাণিত হয়ে সেই পথ অনুসরণ করতে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন