স্টাফ রিপোর্টার : রাজধানীর কোথাও জঙ্গিবিরোধী অভিযান চালাতে হলে সংশ্লিষ্ট থানাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে অবশ্যই জানাতে হবে। অপরদিকে সিটিটিসির অধীন সোয়াত সদস্যরাও মহানগরীর কোথাও অভিযানে গেলে তাদেরও সংশ্লিষ্ট
থানাকে বিষয়টি আগেভাগেই অবহিত করতে হবে। পুরো কাজটিই করতে হবে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে। আর জঙ্গিবিরোধী অভিযান শুরুর আগে প্রতিটি টিমকে নিতে হবে পুরোদস্তুর প্রস্তুতি। ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) এ নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল (বুধবার) অপরাধ বিষয়ক মাসিক সভায় পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দিয়েছেন ।
বৈঠকে আলোচনাকালে তিনি বলেন, জঙ্গি নির্মূল অভিযানে শুধু গেলেই হবে না, অভিযান শুরুর আগে এ ব্যাপারে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে সংশ্লিষ্টদের। আমাদের জঙ্গি অভিযানে সফলতা রয়েছে। তবে খেয়াল রাখতে হবে থানার সেবা যেন কোনোভাবে হ্রাস না পায়। মানুষ যাতে যথাযথভাবে সেবা পায় সেই ব্যবস্থাও চলমান রাখতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন