পেরুতে একটি বাস উল্টে খাদে পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৩ জন। জানা গেছে, অর্ধশত শ্রমিকদের নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে ফেরার সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়।
শুক্রবার (১৮ জুন) পেরু কর্তৃপক্ষ জানিয়েছে, পেল্লানকাটা এলাকার খনি থেকে বাসটি শ্রমিক নিয়ে আরেকিপা শহরের দিকে ফিরছিল। পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার-কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ১৩ জনে নাজকা নামক একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
পেরুর প্রধান নির্বাহী কর্মকর্তা ইগনাসিও বুস্তামন্ত বলেছেন, এ ঘটনায় আমরা সবাই শোকাহত। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে আমরা একটি তদন্ত শুরু করেছি।
সূত্র: রয়টার্স
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন