একটি কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে এডিসন গ্রæপ সমাজের মানুষের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকেই প্রতি বছরের ন্যায় এবারও এডিসন গ্রæপ এবং সিম্ফনি মোবাইল আপন (অ্যাসোসিয়েশন ফর পুওর এ্যাডাভন্সমেন্ট নীডস)-এর মাধ্যমে মুন্সিগঞ্জের শ্রীনগর এ ৭৫০টি কম্বল বিতরণ করেছে। এর আগে বরিশাল, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর, কক্সবাজার, বান্দরবন, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়াতেও ৯২৫০টি কম্বল শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করেছে। এই কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রশিদ, চেয়ারম্যান, এডিসন গ্রæপ, জাকারিয়া শহিদ, ম্যানেজিং ডাইরেক্টর, এডিসন গ্রæপ, আশরাফুল হক, হেড অব মার্কেটিং, এডিসন গ্রæপ, মেজর আব্দুল মালেক মিয়াজী, পিএসসি (অবসরপ্রাপ্ত), মো. আমান উল্ল্যাহ, সেক্রেটারি জেনারেল, আপন (অ্যাসোসিয়েশন ফর পুওর এ্যাডাভন্সমেন্ট নীডস) এবং মো. জানেআলম, চ্যানেল পার্টনার সিম্ফনি মোবাইল এবং ভাগ্যকুলের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। স বিজ্ঞপ্তি
মন্তব্য করুন