হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাসির উদ্দিন মুনির হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সম্পাদক পদেও আছেন বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, নাশকতার ঘটনায় হাটহাজারী থানায় দায়েরকৃত কয়েকটি মামলার আসামি নাসির। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন