স্টাফ রিপোর্টার : দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং ফাজিল ও কামিল মাদরাসায় জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে সরকার।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দু’টি চিঠিতে ইউজিসি চেয়ারম্যান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশনা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লায়লা আরজুমান্দ বানু বলেছেন, শিক্ষাঙ্গনের ভাবমর্যাদা ক্ষুণœ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “সম্প্রতি ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি ছাত্রী সংগঠন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু নারীদের জিহাদে অংশগ্রহণসহ প্রচলিত সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে। এসব কর্মকা-ের কারণে শিক্ষাঙ্গনের ভাবমর্যাদা ক্ষুণœ হওয়াসহ অরাজক পরিস্থিতির উদ্ভব হতে পারে। তাই অনতিবিলম্বে এ অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন।
ইউজিসি’র চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ফাজিল ও কামিল মাদরাসায় ইসলামী ছাত্রী সংস্থার জিহাদি কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে জঙ্গি দমন অভিযান জোরদারের মধ্যে এই নির্দেশনা দেয়া হল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন