শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পদ্মাসেতুতে দায়িত্বরত চীনা প্রকৌশলী নিখোঁজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ৫:৩৪ পিএম

পদ্মা সেতুতে দায়িত্ব পালনকালে ঝাও (৩৫) নামে এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২২ জুন) রাতে সাড়ে আটটার সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারে দায়িত্বরত অবস্থায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন এই চীনা প্রকৌশলী। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, পদ্মাসেতু প্রকল্পের ১৩ নম্বর পিলারে পাশে বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সেখানে ঝাও দায়িত্বরত ছিলেন। কাজ করার পর থেকে রাত সাড়ে আটটায় তাকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার সকাল থেকে নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযানে ঝাও কে উদ্ধার করার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( লৌহজং ও শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান। তবে এ বিষয়ে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন