আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.)-এর ৬২তম সালানা ওরস মাহফিল বুধবার রাতে নগরীর আলমগীর খানকায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্মারক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশসহ উপমহাদেশে সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার পুনরুজ্জীবন ঘটিয়েছেন তিনি। তিনি ইসলামের সঠিক রূপরেখার আহলে সুন্নাতের আক্বীদা ও সুফিবাদ প্রসারে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান আজ বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি সামশুদ্দীন, অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, প্রেস এন্ড পাবিলিকেসন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান, জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। জীবন ও কর্মের উপর আলোচনা করেন জামেয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক এম এ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী, হাফেজ আশরাফুজ্জমান আলকাদেরী প্রমুখ। সালানা ওরস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে বোখারী, আলোচনা সভা, মিলাদ ও বিশেষ মোনাজাত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন