শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ব্যাংক ও পুঁজিবাজার খোলা আজ

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আজ শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে। পাশাপাশি পুঁজিবাজারও খোলা থাকবে। এদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন যথা নিয়মে চলবে। এর আগে গত ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৫ সেপ্টেম্বর উভয় পুঁজিবাজারে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। সরকার ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করলেও ২৪ সেপ্টেম্বর (শনিবার) সরকারি অফিসের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ব্যাংক ও পুঁজিবাজারও ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করে ২৪ সেপ্টেম্বর লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম মোকাম্মেল হক বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার ব্যাংক খোলা থাকবে। ৬ সেপ্টেম্বর এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি এবং ২৪ সেপ্টেম্বর শনিবার ব্যাংক খোলা রাখার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাপরিচালক (জনসংযোগ) শফিকুর রহমান বলেন, শনিবার ডিএসইতে লেনদেন হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন