রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এক মামলায় জামিন ছাত্রনেতা আখতারের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০১ এএম

নাশকতার একটি মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালিন জামিন দেন। একই সঙ্গে এ মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না- এই মর্মে রুল নিশি জারি করেন। আখতার হোসেনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে ধস্তাধস্তির ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। মামলায় পুলিশের ওপর হামলা, মারধর ও হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক আইনের অভিযোগও আনা হয়।

পরে গত ১৩ এপ্রির সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে আখতার হোসেনকে গ্রেফতার করা হয়। এ মামলায় ৫ মে অধস্তন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনি জামিনের জন্য হাইকোর্টে আবেদন জানান। অ্যাডভোকেট শিশির মনির জানান, আখতারের বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে। তাই এই মামলায় জামিন হলেও তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন