জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও পিডিএমের প্রধান মাওলানা ফজলুর রহমানের আশু রোগমুক্তি কামনা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে গতকাল সোমবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জমিয়ত মিলনায়তনে দলীয় মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এর পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ায় মাওলানা ফজলুর রহমানসহ সারা বিশ্বের রোগীদের আশু রোগ মুক্তি ও বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্তি কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া মাহফিলে আরো অংশগ্রহণ করেন মাওলানা নজরুল ইসলাম, আলহাজ এমদাদুল হক, মুফতি আবু সাঈদ, হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, মুফতি ওবায়দুল্লাহ, হাফেজ মাওলানা জাফর আহমদ ভূঁইয়া, হাফেজ মাওলানা হুজাইফা ও হাফেজ আরিফুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন