সউদীগামী নারী গৃহকর্মীদের হোম কোয়ারেন্টিনের সউদী সরকারের সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। গত ২৪ জুন সউদীর মানবসম্পদ ও সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় এক টুইট বার্তায় ঘোষণা দেয় সউদীতে আগত নারী গৃহকর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পরিবর্তে হোম কোয়ারেন্টিন অনুমোদন করেছে সউদী স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্ত সউদী সরকারের এ সিদ্ধান্তের কোন লিখিত নির্দেশনা ঢাকাস্থ সাউদিয়া এয়ারলাইন্সের অফিসে না আসায় সউদীগামী নারী গৃহকর্মীদের বোর্ডিং পাস দেয়া হচ্ছে না। এতে সউদীগামী নারী গৃহকর্মীদের দেশটিতে প্রেরণে হোটেল কোয়ারেন্টিনের জন্য অতিরিক্ত প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে।
ফিমেল ওয়ার্কার রিক্রুটিং এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ফোরাব) এর সভাপতি আব্দুল আলিম আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীনের কাছে লিখিত এক চিঠিতে সউদী সরকার ঘোষিত নারী গৃহকর্মীদের হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দ্রুত বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ফোরাব মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন রাতে ইনকিলাবকে বলেন, বর্তমানে প্রায় তিন হাজার সউদীগামী নারী গৃহকর্মী সউদীর হোম কোয়ারেন্টিনের নির্দশনা বাস্তবায়ন না হওয়ায় রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচ প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করে কর্মী পাঠাতে হচ্ছে। তিনি জনশক্তি রফতানির স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে সুরাহার জন্য পররাষ্ট্র মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন