শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ভ্যাট অব্যাহতির আদেশ জারি ওএমএস ডিলারদের

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খোলাবাজারে (ওএমএস) চাল-গম বিক্রি করা ডিলারদের কমিশনকে ভ্যাট অব্যাহতি দিয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করে। শিগগিরই গেজেট আকারে এটি প্রকাশ করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দেয়া সুবিধা বাধাহীন ও সুলভ করতে ডিলারদের কমিশনের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেয়া হলো। গত ২৮ জুলাই খাদ্য মন্ত্রণালয় থেকে এনবিআরে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ওএমএসসহ সুলভ মূল্যে চাল বিতরণ কার্যক্রমে নিয়োজিত ডিলাররা স্বল্প মেয়াদে দারিদ্র্য বিমোচন ও পুষ্টির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুলভ মূল্যে চাল-গম বিতরণের ক্ষেত্রে ডিলারদের নীতিমালার আলোকে পরিচালন ব্যয় দেয়া হয়ে থাকে। প্রতি কেজি চালের জন্য দেড় টাকা, গমের জন্য ১ টাকা করে পরিচালন ব্যয় দেয়া হয়। এসব কার্যক্রমে নিয়োজিত ডিলারদের খাদ্যশস্য উত্তোলন, পরিবহন, প্রযোজ্য ক্ষেত্রে দোকান ভাড়া, ওজনদার ও কর্মচারীদের পারিশ্রমিকসহ যাবতীয় ব্যয় এ পরিচালন ব্যয় থেকে নির্বাহ করা হয়। কিন্তু কোনো কোনো স্থানে ডিলারদের ওপর পরিচালন ব্যয়ের ওপর ভ্যাট না কাটার কারণে বাণিজ্যিক নিরীক্ষা বিভাগ আপত্তি উত্থাপন করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন