শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

২০ নভেম্বর ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)’র নির্বাচন

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আগামী ২০ নভেম্বর ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের নির্বাচনে সংগঠনটির ২৪১ জন সদস্য ভোট দিতে পারবেন। তাদের ভোটে ১৫ জন সদস্য নির্বাচিত করা হবে। নির্বাচিতদের ভোটে সংগঠনটির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে। এই জন্য গত ৭ সেপ্টেম্বর চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা ৮ থেকে ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে মনোয়নপত্র সংগ্রহ করে পারবেন, যা ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত জমা দেয়া যাবে। আগামী ৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রক্সি ফরম পূরণের মাধ্যমে ভোটাররা তার পরিবর্তে অন্য কাউকে ভোট দেয়ার ক্ষমতা অর্পণ করতে পারবেন। তবে এ জন্য ১৫ নভেম্বর বিকেল ৪টার মধ্যে প্রক্সি ফরম জমা দিতে হবে। এর আগে এই নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন করে ডিবিএ। এসোসিয়েশন প্রতিষ্ঠার পর এটিই প্রথম নির্বাচন হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন