জিম্মি ছয় জেলেসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে র্যাবের সাথে বনদস্যুদের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। বনদস্যু গ্রুপটির কব্জায় থাকা বেশ কিছু গোলাবারুদ উদ্ধার হয়েছে। অভিযানকালে ৬ জেলে এবং ৩টি নৌকাও উদ্ধার হয়েছে। এসময় বনদস্যুদের ফেলে যাওয়া চারটি আগ্নেয়াস্ত্র ও ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। শুক্রবার রাতে সুন্দরবনের গহিনে এ ঘটনার পর র্যাবের সাঁড়াশি অভিযান আরো জোরদার করা হয়েছে।
পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক জানিয়েছেন, গোলাগুলিসহ বনদস্যুদের আটক করার ঘটনাটি ঘটেছে পশ্চিম সুন্দরবনের ছোট কলাগাছিয়া খালে প্রবেশের নিকট। তিনি আরো জানান, গত বুধবার বেশ কিছু কাঁকড়া শিকারি জেলেসহ অনেকগুলো নৌকা আটক করে একটি বনদস্যু গ্রুপ। তারপর থেকেই র্যাব সদস্যরা জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। ওই কর্মকর্তা আরো জানান, ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিক থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত র্যাব সদস্যদের সাথে বনদস্যু গ্রুপটির গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে রাত ৮টার দিকে র্যাবের অভিযানের মুখে বনদস্যু গ্রুপটি পিছু হটলে সেখান থেকে ৩টি নৌকাসহ ৬ জিম্মিকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। এছাড়া, ঘটনাস্থল থেকে সুন্দরবনের দীর্ঘদিনের ত্রাস বনদস্যু আলিম বাহিনীর ৩ সদস্য আটক হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বনদস্যুসহ উদ্ধার ৬ জেলের পরিচয় জানা সম্ভব হয়নি।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের পর নৌদস্যুরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের ফেলে যাওয়া তিনটি নৌকা, ৪টি অস্ত্র ও ৫৫টি গুলিও উদ্ধার করা হয়েছে। একই সময়ে বনদস্যুদের কাছ থেকে উদ্ধার করা ৬ জন জেলেকে ছেড়ে দেয়া হয়েছে। মেজর আদনান আরো জানান, গত বুধবার সন্ধ্যা থেকে তারা সুন্দরবনে জলদস্যুদের হাতে জিম্মি হিসেবে আটক থাকা জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছেন। বনদস্যুদের আটক করাসহ আরো কিছু তথ্যের বিষয়ে তিনি বিস্তারিত পরে দিতে পারবেন বলে জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন