শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জাপানে ভারি বর্ষণে ভূমিধস, নিখোঁজ ২০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ২:৩৮ পিএম

জাপানে প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর আতামিতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে।
স্থানীয় কর্মকর্তারা উদ্ধৃতি দিয়ে এনএইচকে জানিয়েছেন, শিজুওকা প্রদেশের বেশ কয়েকটি বাড়ি ভূমিধসের পানিতে ভেসে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে আতামী শহরের ভূমিধসে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে গেছে এবং ভেসে গেছে।
জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ এবং দমকল বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ শুরু করেছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিজুওকা কর্মকর্তারা জাতীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে।
ঘটনাস্থলের কাছাকাছি এলাকাগুলোতে রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিধসের আঘাতে গাড়ি উল্টে গিয়ে কানাগাওয়া অঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এনএইচকে’র তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় শিজুওকার পাশাপাশি কানাগাওয়া অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাবে স্থানীয় কর্তৃপক্ষগুলো আকস্মিক বন্যা ও তৎসম্পর্কিত সম্ভাব্য বিপর্যয়ের সতর্কতা জারি করতে বাধ্য হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির বেশ কিছু এলাকায় আরও অন্তত দুদিন ভারি বৃষ্টিপাত হতে পারে। সূত্র : আল জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন