শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কেরানীগঞ্জ কারাগারের জেলার নেছার আলমকে সপরিবারে হত্যার হুমকি

মোবাইল ফোনে ক্ষুদে বার্তা

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলমকে মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় পরিবারসহ হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। জামায়াত ও বিএনপির ৪ নেতার ফাঁসি কার্যকর করায় এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেছেন নেছার আলম।
মোবাইল ফোনে হুমকির ক্ষুদে বার্তায় লেখা হয়েছে, আমাদের চার নেতা কামারুজ্জামান, আলী আহসান মুজাহিদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- আপনি কার্যকর করেছেন। আপনি ও আপনার পরিবার আমাদের পরবর্তী টার্গেট। আমরা আপনার পরিবারসহ আপনাকে শেষ করব। এ ছাড়া বার্তাটিতে জেলার নেছার আলমকে বিভিন্ন গালিও দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নেসার আলমকে মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগে তিনি দুপুরে নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন