ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি। গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নাসরিন বাবলির স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার গণমাধ্যকে বিষয়টি জানান।
বেশ কিছু দিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন সাঈদা নাসরিন। হাসপাতালে থাকা অবস্থায় তার কিডনিজনিত সমস্যা দেখা দেয়। গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে তার। পরে গতকাল ভোর ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন