করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া রোববারও বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানসমূহ। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ছুটির দিন ও রোববার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন গ্রাহকের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাগ্রহণ ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা খোলা রাখা যাবে। প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও শাখাসমূহ সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এছাড়া, ৩০ জুন ২০২১ তারিখে জারিকৃত ডিএফআইএম সার্কুলার লেটার নম্বর-১৮-এর অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন