মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রবল বর্ষণে ধস প্রধানমন্ত্রীর উপহারের ঘরে

গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

গত কয়েক দিনে প্রবল বর্ষণে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বাস্তুভিটাহীন মানুষের নামে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার ঘরের পিলার ধসে পড়েছে।
গত ২৩ জানুয়ারি উপজেলায় ১৫০টি ভ‚মিহীন পরিবারের মাঝে সরকার ভ‚মি বন্দোবস্ত দেন। এর মধ্যে বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া মৌজায় সরকার ২৮টি ভ‚মিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করে।

বন্দোবস্ত পাওয়া মালিক সোনা মিয়া বলেন, ঘন ঘন ভারী বৃষ্টি হওয়ায় পানির স্রোতে বালি ধসে গিয়ে গত বুধবার ভোররাতে একটি পিলারে নিচের কোনা ভেঙে যায়।
প্রকল্পে আশ্রয় নেয়া হালিমা বেগম, সেতেরা ও শিল্পী রানী জানান, বিদুৎ নাই খুব কষ্ট হচ্ছে। বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের অনেক ঘর খালি রয়েছে।

এ ব্যাপারে ঘরের দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে কিছু ক্ষতি হয়েছে। অপরদিকে সড়কে চলাচল রত গাড়ির ধাক্কায় ভবেরচর আশ্রয়ন প্রকল্পের ঘরের ৩টি পিলার ক্ষতিগ্রস্ত হয়। সেটা আমরা মেরামত করে দিয়েছি। আশা করি কোন অসুবিধা হবে না। তিনি আরো বলেন, উপজেলার অন্য কোন আশ্রয়ন প্রকল্পে এ রকম সমস্যা হয়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন