চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে নারীসহ ৫ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সাতকানিয়া পৌরসভার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, মৃত হামিদ আলীর ছেলে সৈয়দ আহমদের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দগ্ধরা হলেন চরপাড়ার সৈয়দ আহমদের মেয়ে ও লোহাগাড়ার কিল্লার আন্দর এলাকার মো. শাহ আলমের স্ত্রী খালেদা বেগম (৪২), তার স্বামী মো. শাহ আলম (৫৫), তাদের ছেলে মো. শাহনেওয়াজ (২৪), চরপাড়ার মৃত আলী আহমদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫০) ও মৃত আবদুস শুক্কুরের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬)। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। তাদের প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন