নগরীর বায়েজীদ শীতলঝর্ণা আবাসিকে মসজিদে রহমানিয়া গাউসিয়ায় শনিবার আল্লামা ক্বারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটির (রহ.) ৬২তম এবং শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর (রহ.) ১ম বার্ষিক ওরশ উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্য রাখেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হাসান আযহারী। প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান আলক্বাদেরী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আলক্বাদেরী, মাওলানা মুহাম্মদ নঈমুল হক নঈমী ও মাওলানা সৈয়দ মুনিরুদ্দিন প্রমুখ। মুফতি মুহাম্মদ অছিয়র রহমান বলেন সৈয়দ আহমদ শাহ সিরিকোটির (রহ.) অনেকগুলো বড় অবদানের একটি এশিয়াখ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। যা আজ সারা বিশ্বে সুন্নিয়তের মশাল হয়ে শরিয়ত-ত্বরিকতের আলো চড়াচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন