শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

এনসিসি ব্যাংকে কৃষি এবং পল্লী অর্থায়ন শীর্ষক কর্মশালা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এনসিসি ব্যাংকের কৃষি এবং পল্লী অর্থায়ন প্রকল্প শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র মল্লিক আমন্ত্রিত রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. আবদুল্লাহ্-আল-কাফি মজুমদার এবং ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ বক্তৃতা করেন। এনসিসি ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকিংয়ে প্রচলিত ঋণ ধারার সাথে কৃষি এবং পল্লী ফাইন্যান্স স্কিম যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি যথাযথ কর্তৃপক্ষের নির্দেশিত নীতি অনুসরণ করে চলিত বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে সচেষ্ট থাকার আহŸান জানান। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন