সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আলোচিত মিতু হত্যা মুছাসহ তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০০ এএম

দেশজুড়ে আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন। তিন আসামি হলেন- বাবুল আক্তারের সোর্স কামরুল শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ওরফে ভোলা ও মো. কালু।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, আদালতের আদেশটি স্থল ও বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হবে। মিতু খুনের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মুছা। পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে ধরতে নগর পুলিশের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

যদিও মুছার স্ত্রী পান্না বেগমের দাবি ঘটনার কয়েকদিন পর পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। আসামি কালু ঘটনার পর থেকে পলাতক। এহতেশামুল হক ভোলা জামিনে রয়েছেন। ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। এ মামলার বাদী বাবুল আক্তারকে পাঁচ বছর পর প্রধান আসামি করা হয়। শ্বশুরের মামলায় গত ১৭ মে থেকে কারাগারে আছেন বাবুল আক্তার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন