সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয় বনানীস্থ ইকবাল সেন্টারের ট্রেনিং সেন্টারে (ট্যালেন্ট এন্ড ডেভেলপমেন্ট সেন্টার) ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের অ্যাওয়ারন্যাস ট্রেইনিং প্রোগ্রাম অন ফাইন্যান্সিং অব টেররিজম ফর ম্যানকম মেম্বারস অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খোন্দকার ফজলে রশীদ এ ট্রেনিং প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুই স্তরে অনুষ্ঠিত এ ট্রেনিং প্রোগ্রামে অগখ/ঈঋঞ পড়হঃৎড়ষ, ংঃধনরষরঃু রহ ভরহধহপরধষ সধৎশবঃ - ব্যাংকের গঅঘঈঙগগ সবসনবৎং অন্যান্যের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান, এম রিয়াজুল করিম ও প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মো. এহসান খসরু ও ডিএমডি দ্বয় সৈয়দ নওশের আলী, সামি করিম এবং হেড অব অপারেশন শাহনেওয়াজ চৌধুরী, হেড অব ক্রেডিট শাহাদত হোসেন ও হেড অব এইচআর চিফ জেএইচ শাহেদীসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন