ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিশেষ বাহিনীর অভিযানে পাকিস্তানি তালিবান গোষ্ঠীর একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। বিবিসি বলছে, আজম তারিক নামের ওই নেতা আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে নিহত হন। প্রদেশটির অবস্থান পাকিস্তান সীমান্তের কাছে। অভিযানে তার ছেলেসহ আরো নয়জন নিহত হয়েছেন। ২০১৪ সালে তালিবান গোষ্ঠী ভেঙে যাওয়ার পর একটি অংশের সাবেক মুখপাত্র ছিলেন তারিক। সামরিক অভিযানের কারণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্ত অবস্থান হারানোয় অনেক পাকিস্তানি তালিবান আফগানিস্তান থেকে তাদের কর্মকা- পরিচালনা করছেন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ন্যাটোর সহায়তায় আফগানিস্তানের বিশেষ বাহিনী পাকতিকা প্রদেশের বারমল জেলায় শনিবার রাতে তারিক আজমকে হত্যা করে। তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে একদিন সময় লেগেছে। পাকিস্তানি সংবাদপত্র ডন তাদের প্রতিবেদনে বলছে, চারটি হেলিকপ্টার গানশিপ ও দুটি ড্রোনের সহায়তায় স্থলবাহিনী অভিযানটি চালিয়েছে। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় লড়াই শেষে তারিকসহ অন্য জঙ্গিদের হত্যা করা সম্ভব হয়। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তানি তালিবান গোষ্ঠীর মুখপাত্র ছিলেন আজম তারিক। তখন হাকিমুল্লাহ মেহসুদ ছিলেন গোষ্ঠীটির শীর্ষনেতা। ডন, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন