কর্পোরেট ডেস্ক : হেডফোনের জ্যাক না থাকায় এমনিতেই আইফোন ৭ ও ৭ পাস নিয়ে সমালোচনায় অস্বস্তিতে রয়েছে অ্যাপল। এরমধ্যে একটি নতুন ‘হিসাব’ আরও বিব্রত করছে তাদের। গবেষণা সংস্থা আইএইচএসের ওই ‘হিসাবে’ বলা হচ্ছে, ফোন দুটির দাম রাখা হচ্ছে উৎপাদন খরচের আড়াই গুণ বেশি! এ নিয়ে স্মার্টফোন দুটির সমালোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। হেডফোনের জ্যাক না থাকলেও অ্যাপলের দাবি, স্মার্টফোন দুটির উৎপাদন খরচ আগের হেডফোনের জ্যাক সংযুক্ত স্মার্টফোনের চেয়েও বেশি। এ খরচের পেছনে তারা বলছে, আইফোন ৭ ও ৭ পাসে উন্নতমানের এ ১০ প্রসেসর, পানি ও ধূলো প্রতিরোধক, উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ আরও নতুন নতুন সুবিধা রয়েছে। আইএইচএস বলছে, ১২৮ গিগাবাইটের একটি আইফোন ৭ তৈরিতে অ্যাপলের খরচ পড়ে ২৯২ ডলার (১ ডলার সমান ৭৮ টাকা)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন