সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

চীনে বাংলাদেশি পণ্য রপ্তানির কৌশল নিয়ে প্রশিক্ষণ

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : চীনে বাংলাদেশি পণ্য রপ্তানির কৌশল নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) যৌথ আয়োজনের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশিদ। তিনি বলেন, চীনের খুচরা বাজার প্রতিবছর ১২ শতাংশ হারে বর্ধিত হচ্ছে, যেখানে বিশেষত বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের চীনের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য অর্জন, চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও রপ্তানি সম্প্রসারণে ভোক্তাশ্রেণী নির্বাচন এবং বাস্তবভিত্তিক আবশ্যকীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া বিষয়ে ধারণা প্রদান করা। এছাড়া কর্মশালায় চীনের বাজারে বিশেষত বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্যের প্রকারভেদে বাজার ব্যবস্থা বিষয়ক ধারণা প্রদান, পণ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা, মূলধন সংগ্রহ ও মূল্য পরিশোধ প্রক্রিয়া, চীনের বাজারে পণ্য ভেদে সংশ্লিষ্ট আমদানিকারক খুঁজে পাওয়া, পণ্য পরিবহন ব্যবস্থা নির্বাচন, চীনের শুল্ক ও কর কাঠামো, চীনের আমদানি-রপ্তানি নীতি সম্পর্কে ধারণা এবং রপ্তানি সংশ্লিষ্ট দাপ্তরিক অনুমোদন প্রক্রিয়া প্রভৃতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন