কর্পোরেট রিপোর্টার : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এ তিন দিনব্যাপী এই মেলা। ওই দিন সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথি হিসেবে ট্যুরিজম মেলার উদ্বোধন করবেন। সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিশেষ অতিথি
থাকবেন। বাংলাদেশ পর্যটন বর্ষ ২০১৬ উৎসবকে সামনে রেখে ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিগত বছরের ধারাবাহিকতায় এবারও পর্যটন বিচিত্রার আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন