বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বখাটের অত্যাচার সইতে না পেরে স্কুল ছাত্রীর বিষপান

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : স্কুল যাওয়ার পথে বখাটের অত্যাচার ও বিশ্রী ভাষার গালিগালাজ সহ্য করতে না পেরে নবম শ্রেণীর স্কুল ছাত্রী রুশিয়া (আসল নাম নয়) বিষপান করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার শৈলকুপা উপজেলার যাদবপুর গ্রামে। ওই স্কুল ছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন রুশিয়া আপাতত আশংকা মুক্ত। তবে তাকে আরো দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। ছাত্রীর ভাই উজ্জল হোসেন অভিযোগ করেন, যাদবপুর গ্রামের রেজাউল ইসলামের বখাটে ছেলে সোহেল প্রায় স্কুল যাওয়ার পথে তার বোনকে উত্যাক্ত করতো। এ নিয়ে গ্রামে শালিস বৈঠকও হয়েছে। মাতুব্বররা তাদের জানিয়েছিলো সোহেল আর এমন কাজ করবে না। তিনি আরো জানান, বখাটে সোহেলর কু-প্রস্তাব ও প্রেমে রাজি না হওয়ায় সোমবার সকাল ৮টার দিকে সোহেল ওই স্কুল ছাত্রীকে গালিগালাজ করে। স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরে রুশিয়া বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এ নিয়ে গ্রামে হৈ চৈ পড়ে যায়। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার অবস্থা খারাপ হলে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা করার পরামর্শ দেন ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু অর্থের অভাবে তারা সেখানে নিয়ে যেতে পারেনি। বাধ্য হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে রুশিয়ার চিকিৎসা চলছে। যাদবপুর গ্রামের মাতুব্বর মিন্টু মোল্লা জানান, সোহেল মেয়েটিতে উত্যক্ত করতো। আমরা বিষয়টি নিয়ে সোহেলের পরিবারকে সতর্ক করেছিলাম। বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, ওসি তরিকুল ইসলাম ও স্থানীয় রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের আইসি অজয় কুমারকে অবহিত করা হয়। রাতেই পুলিশ বখাটে সোহেলকে আটক করতে তার গ্রামের বাড়ি হানা দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এ ব্যাপারে রুশিয়ার ভাই উজ্জল হোসেন মঙ্গলবার বিকালে শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, ওসি তরিকুল ইসলামের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন