স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সারা দেশের ৭৭টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়েছে।
টেস্ট করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, নাকে ঘ্রাণ না পাওয়া, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদফতরের (DHIS-2) সার্ভারে অ্যান্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে রিপোর্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপোর্ট DHIS-2 অ্যান্ট্রি দিতে হবে। অনুমোদিত কিটের নামসমূহ : Standard Q COVID-19 Ag Test kits-SD BIOSENSOR (South Korea) I PANBIO (USA)-ADVERTISEMENT- |
পরীক্ষার সর্বোচ্চ মূল্য : ৭০০/- (সাত শত টাকা)। বিশেষ ক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাঁচ শত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।
রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মোবাইল নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- dr.anupom@mis.dghs.gov.bd) এর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবেন যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।
সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা। গ্রিন লাইফ হাসপাতাল লি., গ্রিন রোড। থাইরোকেয়ার বাংলাদেশ লি., প্রগতি সরণি, শাহজাদপুর, ঢাকা। থাইরয়েড কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। ডেল্টা হাসপাতাল লি., মিরপুর, ঢাকা। সানি ডায়াগনস্টিক, মুগদা, নর্থ মুগদা ঢাকা। ইউনাইটেড হসপিটাল লি., গুলশান, ঢাকা। ফারাবী জেনারেল হাসপাতাল লি., ধানমন্ডি, ঢাকা। সি আর এল ডায়াগনস্টিক সেন্টার, গ্রিন রোড, ঢাকা। নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লি. পরীবাগ, ঢাকা। ওয়েসিস হসপিটাল, সোবহানিঘাট সিলেট। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাভার, ঢাকা। হাইটেক মাল্টিকেয়ার হসপিটাল লি., ইস্ট কাফরুল, ঢাকা। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লি., হালিশহর শাখা, শান্তিবাগ, চট্টগ্রাম। আল-মানার হাসপাতাল লি., সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা। ভিক্টোরিয়া হেল্থ কেয়ার লি., বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা। ডি এম এফ আর মল্যিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক বিডি লি., সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা। প্রাভা হেল্থ অ্যান্ড বাংলাদেশ লি., বনানী, ঢাকা। বায়েমেড ডায়াগনস্টিকস, সোবহানবাগ, ঢাকা। জাহান আরা ক্লিনিক লিমিটেড, উত্তরা ঢাকা। আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, পুরানা পল্টন লেন। আজগর আলী হসপিটাল, গেন্ডারিয়া, ঢাকা। প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, মালিবাগ মোড়, ঢাকা। ইব্রাহিম জেনারেল হাসপাতাল, মিরপুর, ঢাকা। ডা. ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হসপিটাল, চন্দ্রা, গাজীপুর। শহীদ খালেক ইব্রাহিম জেলারেল হসপিটাল, ওয়ারী, ঢাকা। মহিলা ও শিশু হাসপাতাল, উত্তরা, ঢাকা। ফেমাস স্পেশালাইজড হসপিটাল, মেরাদিয়া বাজার, ঢাকা। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা। ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, যশোর, ইবনে সিনা ডি, ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, উত্তরা, ঢাকা। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, সাভার, ঢাকা। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ, ঢাকা। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, রূপনগর, ঢাকা। ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি আর/এ, ঢাকা। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড, সোবহানিঘাট পয়েন্ট, সিলেট। ইবনে সিনা ডি. ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ, ঢাকা। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ লি., ঢাকেশ্বরী রোড, ঢাকা।
ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, পাঁচলাইশ, চট্টগ্রাম। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বগুড়া। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কুমিল্লা। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি., শ্যামলী, ঢাকা। গুলশান ক্লিনিক লি.,শাহাজাদপুর, গুলশান, ঢাকা। মেডিকেল সেন্টার হাসপাতাল, পাঁচলাইশ, চট্টগ্রাম। অথেনটিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লি, চানখাঁরপুল, ঢাকা। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি., মহাখালী, ঢাকা। মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মানিকগঞ্জ। ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা। ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুর, ঢাকা। ডায়নামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক-আপ, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা। এভারকেয়ার হসপিটাল ঢাকা, বসুন্ধরা আর/এ। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সিরাজগঞ্জ। হেলথ ল্যাবস লি., পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা। ট্রমা সেন্টার অ্যান্ড এও অর্থোপেডিক হসপিটাল (প্রা.) লি., শ্যামলী, ঢাকা। টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, বগুড়া। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., ধানমন্ডি আর/এ, ঢাকা। কে সি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লি., দক্ষিণখান, উত্তরা, ঢাকা। লুবানা জেনারেল হাসপাতাল (প্রা.) লি. উত্তরা, ঢাকা। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., ইংলিশ রোড, ঢাকা। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., মালিবাগ মোড়, ঢাকা। মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি., মিরপুর, ঢাকা। এ এম জেড হাসপাতাল লিমিটেড, নর্থ বাড্ডা, ঢাকা। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ, কাশিমপুর, গাজীপুর। সাজেদা হাসপাতাল, চাটগাঁও, জিনজিরা, ঢাকা। ম্যাক্সলাইফ মেডিকেল সার্ভিসেস, মিটফোর্ড রোড, ঢাকা। প্রেসক্রিপশন পয়েন্ট, প্রগতি সরণি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ঘাটরা, ব্রাক্ষণবাড়িয়া। সি এস সি আর (প্রাইভেট) লি., নিজাম রোড, চট্টগ্রাম। সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, নাটোর। সততা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, কানাইখালী, নাটোর। এ এফ সি হেল্থ-ফরটিস হার্ট ইনস্টিটিউট (খুলনা ইউনিট), সোনাডাঙ্গা, খুলনা। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা। এ ছাড়াও মহাখালীর আইসিডিডিআরবিতেও অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন