শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ব্যক্তি করের পাশাপাশি ৫ লাখ টাকার উপরে সঞ্চয়পত্রের মুনাফায়ও কর দিতে হবে

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পেনশন ফান্ড, গ্র্যাচুয়িটি ফান্ড, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা শ্রমিক মুনাফা অংশগ্রহণ ফান্ড দ্বারা সঞ্চয়পত্র কিনলেও কর দিতে হবে। ব্যক্তি করের পাশাপাশি এসব ক্ষেত্রেও এখন থেকে মুনাফার ওপর ৫ শতাংশ হারে কর নেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার জারিকৃত এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিসের নির্বাহীদের এ নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে তারা সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের সময় নির্দিষ্ট হারে কর কর্তন করেন। অর্থ আইন ২০১৬-এর উৎসে কর সংক্রান্ত নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর করতে বলা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তি শ্রেণীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক অর্থাৎ পেনশন ফান্ড, গ্র্যাচুয়িটি ফান্ড বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা শ্রমিক মুনাফা অংশগ্রহণ ফান্ড দ্বারা সঞ্চয়পত্র কিনলে তার সুদ প্রদানের সময় উৎসে কর হিসেবে ৫ শতাংশ হারে কেটে রাখতে বলা হয়েছে। তবে ৫ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের বিনিয়োগের ওপর প্রাপ্ত সুদ থেকে কোনো আয়কর না কাটার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড থেকে উদ্ভূত সুদ হতে আয়কর কর্তন করা যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন