কর্পোরেট রিপোর্টার : ছয় পণ্যে পাটের মোড়ক ব্যবহার আইন বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার। এর মাধ্যমে পাটের মোড়ক ব্যবহারে বাধ্য করা হবে। মাঠপর্যায়ে আইন বাস্তবায়ন তদারকিতে নতুন করে ফের দেশব্যাপী অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের অভিযানে আইন লঙ্ঘনের দায়ে কারাদ-ের শাস্তি প্রয়োগের বিষয়ে গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি অর্থদ-, ব্যাংক ঋণ সুবিধা বন্ধ, লাইসেন্স বাতিল, আমদানি-রফতানি নিবন্ধন সনদ বাতিলের শাস্তিও বিবেচনায় থাকবে। ২০১০ সালে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এ ছয় পণ্যের মোড়ক তৈরিতে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়েছে। গত বছরের নভেম্বরে র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত দেশব্যাপী অভিযানের ফলে আইনটি বাস্তবায়নে গতি আসে। সম্প্রতি অভিযানের শিথিলতায় আইন লঙ্ঘনের ঘটনা আবার বাড়তে শুরু করেছে। এ পরিপ্রেক্ষিতে নতুন করে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার এক অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম কারাদ-ের বিধান প্রয়োগ করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন। রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ছয় পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে সারাদেশে ফের খুব শিগগির বিশেষ অভিযান শুরু হবে। পাটসচিব এমএ কাদের সরকার, পাট অধিদফতরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন, বিজেএমসির পরিচালক একে নাজমুজ্জামান, বিভিন্ন জেলা প্রশাসকসহ সরকারি অধিদফতর ও বিভাগের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিধান থাকলেও আগের অভিযানগুলোতে কারাদ- দেয়ার ক্ষেত্রে শিথিলতা ছিল। তবে কবে নাগাদ নতুন অভিযান শুরু হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন