রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন মারা গেছেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইনন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

সিলেট-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কাল সকালে ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত ইসির কর্মী মোহাম্মদ এনামুল হক (৪৪) মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ইসি›র সাত জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। এখনও পর্যন্ত ইসির প্রায় ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন। অন্যরা চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন