টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর বিসিক শিল্প এলাকার ট্যাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় উদ্ধার কাজের ১৮তম দিনে গতকাল বুধবার ধ্বংসস্তূপ থেকে আরো একজন শ্রমিকের কঙ্কাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। বেলা সোয়া ২টার দিকে উদ্ধারকর্মীরা কঙ্কালটির বিচ্ছিন্ন হাড় উদ্ধার করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামান জানান, ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ধ্বংসস্তূপ সরানোর সময় কারখানার ভেতর থেকে কঙ্কালের বিচ্ছিন্ন অবস্থায় কিছু হাড় পাওয়া যায়। হাড়গুলো নিখোঁজ শ্রমিকদের দেহাবশেষ বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর একজন ও ২৬ সেপ্টেম্বর তিনজনসহ আরো তিনজনের কঙ্কাল উদ্ধার করা হয়। এ পর্যন্ত ট্যাম্পাকো কারখানায় অগ্নিকা-ের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৪১ জন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবক ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ এখনো অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ অগ্নি দুর্ঘটনায় ট্যাম্পাকো ফয়েলস কারখানায় ৪টি ভবনের মধ্যে ৩টি ধসে পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন