শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১ মিলিয়ন বার ডাউনলোড

আলেশা মার্টের অ্যাপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

কার্যক্রম শুরুর ৭ মাস পূর্ণ হওয়ার আগেই ১০ লাখ কাস্টমারের স্মার্ট ডিভাইসে জায়গা করে নিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম আলেশা মার্টের অ্যাপটি। ২৭ জুলাই আলেশা মার্টের অ্যাপ ডাউনলোড ১ মিলিয়ন ছাড়িয়ে যায়। প্লেস্টোরে অ্যাপটি কাস্টমারদের কাছ থেকে ৪.০ রেটিং পেয়েছে। খুব শীঘ্রই অ্যাপটি অ্যাপল স্টোরেও পাওয়া যাবে।

‘ক্লিক, রিল্যাক্স, এনজয়’ স্লোগানে উজ্জীবিত আইএসও ৯০০১:২০১৫ সার্টিফায়েড আলেশা মার্ট এ পর্যন্ত কাস্টমারদের সাড়ে তিন লাখের বেশি অর্ডার সার্ভ করেছে। ক্রেতাদের সন্তষ্টির লক্ষ্যে আলেশা মার্ট মানসম্পন্ন বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড় দিয়ে চলেছে। এ প্ল্যাটফর্ম থেকে মোটরবাইক ক্রেতাদের সুবিধা দিতে প্রতিষ্ঠানটি নিজস্ব ডেলিভারি পয়েন্ট গড়ে তুলেছে। চলমান ওভার দ্য ফোন কাস্টমার কেয়ার সার্ভিসের পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়ে আসতে যাচ্ছে ফিজিক্যাল কাস্টমার কেয়ার সার্ভিস, যা বাংলাদেশে এই প্রথম।

কাস্টমারদের জন্য আলেশা মার্ট শর্তসাপেক্ষে বিনামূল্যে আধুনিক আ্যম্বুলেন্স সার্ভিস সেবা নিয়ে আসছে। করোনাকালে ৫০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান করেছে আলেশা হোল্ডিংসের অন্যতম এ প্রতিষ্ঠান। প্রায় ২২ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা এ প্ল্যাটফর্মের হয়ে কাজ করতে পারছেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন