সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস রোগীর চিকিৎসা চলছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

চট্টগ্রামে প্রথমবারের মতো শনাক্ত ব্ল্যাক ফাঙ্গাসের রোগী ফেরদৌসী বেগমের চিকিৎসা চলছে। গতকাল শুক্রবার থেকে তাকে বিশেষ ইনকেজশন দেয়া শুরু হয়ে। টানা ১৪ দিন এই ইনজেকশন দেয়া হবে। ওই ইনজেকশন পেতে তার স্বজনদের যথেষ্ট বেগ পেতে হয়। চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। কয়েক দিনের মধ্যে তার নাক, মুখ ও চোখে অস্ত্রোপচার হবে।

প্রাথমিক রিপোর্টে ষাটোর্ধ্ব ফেরদৌস বেগমের দেহে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের রিপোর্ট আসে। পুরো নিশ্চিত হতে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে। তবে রিপোর্ট পেতে আরো সময় লাগবে বলে জানান চিকিৎসকরা। গত ২৪ জুলাই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা তাকে। করোনা থেকে সেরে উঠার পর তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন