শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ভারসাম্যপূর্ণ এখন তেলের বাজার

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : সৌদি আরবের জ্বালানি, খনিজ ও শিল্পমন্ত্রী খালিদ আল ফালিহ মন্তব্য করেছেন বিশ্ব তেলের বাজার এখন ভারসাম্যপূর্ণ। মঙ্গলবার আলজেরিয়ায় আন্তর্জাতিক তেল রপ্তানিকারকদের প্রতিষ্ঠান ওপেক অন্তর্ভুক্ত ও অন্তর্ভুক্তিহীন দেশগুলোর মধ্যে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় খালিদ আল ফালিহ বলেন, বর্তমান তেলের বাজারের মৌলিকত্ব নিয়ে আমরা বেশ আশাবাদী। গত কয়েক মাস আগে তেলের বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও এখন বাজার আবার ঠিকভাবেই চলছে। আমরা যে রকম আশা করছিলাম, ঠিক সে রকমভাবেই বাজারে সমতা ফিরে এসেছে। ওপেকের সদস্যপদহীন তেল উৎপাদনকারী দেশ রাশিয়ার প্রতিনিধিরাও চলতি মাসের ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে বিশ্বে তেলের বাজার দর বেশ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় বিশ্ববাজারে দফায় দফায় তেলের দাম কমতে থাকে। তবে রাশিয়া ও সৌদি আরবের ঐকমত্যে পৌঁছানোর ফলে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তেলের বাজারে কিছুটা স্থিতিশীলতা আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন