বিশ্ব পর্যটন দিবস ২০১৬ উদযাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি ইউনিভার্সিটি)-এর কলেজ অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (সিটিএইচএম)। সম্প্রতি দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এ বছরে দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “সবার জন্য পর্যটন; সার্বজনীন পর্যটনের অভিগম্যতা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আই্ইউবিএটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার অধ্যাপক ড. এম জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটিএইচএমের কো-অর্ডিনেটর মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিটিএইচএমের শিক্ষক শেখ এরশাদ হোসেন, মোহাম্মদ আবু হোরায়রা, ফারজানা আল ফেরদৌস, মোফাসেরুল ইসলাম পাভেল এবং কলেজ অব বিজনেস এডমিনিসট্রেশনের অধ্যাপক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে অতিথি এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন জহুরা জাবিন আনিকা। উপস্থাপনায় ছিলেন সাবরিনা আহসান সাবা। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন