কর্পোরেট ডেস্ক : আর্থিক মন্দা ও উন্নয়নের ধীরগতির কারণে বিশ্বের বাণিজ্যিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা, ডবিøউটিও। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরই গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম থাকবে বিশ্বের মোট বাণিজ্যের পরিমাণ। ২০১৭ সালের জন্য ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি, যা আগে ছিলো ২ দশমিক ৮ শতাংশ। মূলত চীন, ব্রাজিল ও ইউরোপের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ধীরগতি এবং যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ কমায় বিশ্বের মোট বাণিজ্যের পরিমাণ কমেছে। ডবিøউটিও বলছে, ব্রেক্সিটের কারণে ২০১৭ সালে ব্রিটেনের প্রবৃদ্ধিও কমবে, তবে মন্দার মুখে পড়বে না দেশটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন