শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ৭ আগস্ট টিকা দেয়া হচ্ছে না

স্বাস্থ্য মহাপরিচালক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের সাত তারিখে টিকা দেয়া হচ্ছে না। তাদের জন্য কোন টিকাটি বেশি কার্যকর তা নিয়ে পর্যবেক্ষণ চলছে। এমন তথ্য দিয়েছেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আগামী ৭ আগস্ট থেকে টিকা না দিলেও, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের টিকা দেয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদফতরে এসে পৌঁছেছে। তাদের দ্রুত টিকা দেয়া শুরু হবে।
এদিকে, যাদের এনআইডি নেই, তারা আবেদন করলে দ্রুত তা দেয়া হবে।
এ বিষয়ে এনআইডি কতৃপক্ষের সাথে কথা হয়েছে। করোনার টিকা ক্যাম্পেইন সফল করতে সব মন্ত্রণালয়ের সহযোগিতাও চেয়েছেন মহাপরিচালক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন