মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ’কোর ব্যাংকিং সিস্টেম ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার - বাংলাদেশ’ ও ’ব্যাংকিং ফর উইমেন ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার - বাংলাদেশ’ ক্যাটাগরিতে রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস-এর আওতায় চার্লটন মিডিয়া গ্রæপ আয়োজিত এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ডস্ ২০২১ অর্জন করলো। কোভিড-১৯ অতিমারীর কারণে এক ডিজিটাল অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়। ৩১টি দেশের প্রায় ১৪০টিরও বেশি ব্যতিক্রমধর্মী ব্যাংক ২০২১ সালে তাদের ক্রমবর্ধমান বিকাশ ও সৃজনশীল গ্রাহকসেবা প্রদানের নিরবিচ্ছিন্ন প্রয়াসের জন্য হোলসেল ব্যাংকিং এবং রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস্ প্লাটফর্মের আওতায় স্বীকৃতিপ্রাপ্ত হয়।
এমটিবি জিডিপিতে নারীদের অবদানের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে আর সে জন্যই নারীদের জন্য নিবেদিত বিশেষায়িত সেগমেন্টের প্রয়োজনীয়তা অনুভব করে। নারীদের জন্য গঠিত বিশেষ সেবা কাঠামো- এমটিবি অঙ্গনা একই প্লাটফর্মের আওতায় গ্রাহকদের রিটেইল, এসএমই ও কার্ডস্-এর সেবা-সমূহ প্রদান করে থাকে। এমটিবি অঙ্গনা নারীদের, তাদের পরিবারের ও সমাজের সার্বিক উন্নয়নের জন্য বৃহত্তর স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করছে। সময়ের সাথে সাথে নারীদের উন্নয়নে নারীদের জন্য সহজ ব্যাংকিং সেবা কাঠামো গড়ে তুলতে সফল হয়। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন