শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিম সাহারায় নৌকাডুবি, ৪২ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১০:৫৯ এএম

পশ্চিম সাহারার কাছে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই নৌকায় অন্তত ৩০ জন নারী ও আট শিশু ছিল। স্পেনের একজন অভিবাসী অধিকার কর্মী বলেন, ওই নৌকাটি উপকূলীয় শহর ঢাখলা থেকে যাত্রা করেছিল। খবর আল জাজিরার।

ওয়াকিং বর্ডার্সের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো গারজোন বলেছেন, নিহতদের মধ্যে ৩০ জন নারী, আট শিশু এবং চারজন পুরুষ রয়েছে। মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। স্প্যানিশ কমিশন ফর রিফিউজিস (সিয়ার) নামের আরেকটি অভিবাসী সহায়তা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, আমাদের এ ধরনের ট্রাজেডিতে অভ্যস্থ হওয়া উচিত হবে না।

ওই ঘটনায় হতাহতের বিষয়ে মরক্কোর ঢাখলা কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় মিডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার ১২টি মরদেহ উপকূলে ভেসে এসেছে। আর ঢাখলা উপকূল থেকে আরও ১০ জনকে উদ্ধার করেছে জেলেরা।

বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চল নিজেদের বলে দাবি করে মরক্কো। ১৯৭৫ সালে এই অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করে দেশটি। সেখানকার নিয়ন্ত্রণও রয়েছে মরক্কোর নৌবাহিনীর হাতে। তবে সেখানকার পোলিসারিও ফ্রন্ট ওই অঞ্চলের স্বাধীনতার দাবিতে আন্দোলন করে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন