মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আপিলেও দুই মৃত্যুদন্ড বহাল

মাইক্রোবাস চালক লিটন হত্যা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

 মাইক্রোবাস চালক লিটন হত্যা মামলায় দুই ছিনতাইকারীর মৃত্যুদন্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, রংপুর হাসানপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে আলামীন (২৫) ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার রোহা চরপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে খোকন আকন্দ (২৪)। গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগীয় বেঞ্চ এ রায় দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, ২০০৫ সালের ২৫ এপিল রংপুর থেকে ভাড়ার কথা বলে লিটন আলী বেপারির মাইক্রোবাস ছিনতাইকারী চক্র ভাড়া করে। পরে যমুনা সেতুর পশ্চিম পাশে এসে গলায় ফাঁস দিয়ে মাইক্রোবাস চালক লিটনকে হত্যা করে ফেলে দেয়।

এ ঘটনার পরের দিন ২৬ এপ্রিল মামলা হয়। ওই মামলায় ছিনতায় চক্রের সদস্য খোকন আকন্দকে ২০০৫ সালের ৩০ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। এক মাস পর ২৯ মে আরেক আসামি আল-আমিনকেও গ্রেফতার করা হয়। বিচারিক আদালত মামলার রায়ে ছিনতাই চক্রের সদস্য ওই দুই সদস্যকে মৃত্যুদন্ড দেন। খালাস দেন আরও ৭ জনকে। ডেথ রেফারেন্স ও আসামিরা হাইকোর্টে আপিল করেন।
হাইকোর্ট শুনানি নিয়ে দুই আসামির মৃত্যুদন্ড বহাল রাখেন। আপিল বিভাগ ওই মামলার শুনানি নিয়ে গতকাল দুই আসামির মৃত্যুদন্ড বহাল রাখলেন। হাইকোর্টে আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) ছিলেন অ্যাডভোকেট শিরিন আফরোজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন